রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব : পোপ ফ্রান্সিস

পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব : পোপ ফ্রান্সিস

বর্তমানে বিশ্ব পারমাণবিক যুদ্ধের কিনাড়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন খ্রিষ্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার ল্যাটিন আমেরিকার দেশ চিলি সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি পারমাণবিক যুদ্ধের ভয়ে ভীত বলেও স্বীকার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা প্রকাশের একদিন পর সোমবার চিলি ও পেরুর পথে বিমানে তিনি এসব কথা বলেন।
‘আমি আসলেই এ বিষয়টি নিয়ে শঙ্কিত। সবকিছু ধ্বংস করে দেয়ার জন্য এ একটি দুর্ঘটনাই যথেষ্ঠ।’ পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলার সময় ৮১ বছর বয়সী আর্জেন্টাইন এ ধর্মগুরু ১৯৪৫ সালের পারমাণবিক হামলার একটি ছবি দেখান। ছবিতে দেখা যায়, জাপানি এক কিশোর তার মৃত ভাইয়ের দেহ নিয়ে যাচ্ছেন। জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় ওই কিশোর মারা যায়। পোপ ফ্রান্সিস ছবিটির পেছনে ‘যুদ্ধের ফল, (The fruit of war)’ শিরোনামে ইংরেজিতে মাত্র চারটি শব্দ লিখেছেন। ‘আমি আবারো এটি প্রিন্টের পর বিতরণ করতে চাই। কারণ একটি ছবি হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। যে কারণে আমি এটি সবার সঙ্গে শেয়ার করতে চাই।’
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap