মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

নিরক্ষর মুক্ত বাংলাদেশের প্রত্যাশায়-সোহান

নিরক্ষর মুক্ত বাংলাদেশের প্রত্যাশায়-সোহান

বিশাল মানচিত্রের এই পৃথিবীর বুকে ছোট্ট একটি দেশ আমাদের এই বাংলাদেশ। স্বাধীনতার ৪৬ বছর পার হয়ে গেলেও দেশের অধিকাংশ মানুষ এখনও নিরক্ষর। তারা দারিদ্র সীমার নিচে অবস্থান করছেন । আমি সেই দেশেরই নাগরিক। আমার এই দেশের অধিকাংশ মানুষ এখনও শিক্ষার গুরুত্বে অবগত নয়। বিশেষ করে গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ এখনও নিরক্ষর । তারা  বুঝেননা শিক্ষা মানুষের জীবনকে ও একটি দেশকে কতখানি বদলে দিতে পারে। অজ্ঞতার কারণে তারা তাদের সন্তানদেরও শিক্ষার সুযোগ করে দিচ্ছেননা। আমি স্বপ্ন দেখি এদেশে কোনো নিরক্ষর মানুষ থাকবেনা। সবাই সচেতন হয়ে উঠবে। দেশ এগিয়ে যাবে। শিক্ষার মাধ্যমে আমার এই প্রিয় দেশ  উন্নতির সর্বোচ্চ শিখরে উঠবে। আমার প্রত্যাশা নিরক্ষর মুক্ত বাংলাদেশ। আমার চাওয়া-ভালো থাকুক এই দেশ, ভালো থাকুক দেশের সব মানুষ। লিখেছেন : মো. মেহেদী হাসান সোহান, ঢাকা মাইলস্টোন কলেজ,একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ।

আপনি রাজনীতি করেন ? রাজনীতি নিয়ে আপনার স্বপ্ন কি, কেমন রাজনীতি আশা করেন। আপনি ছাত্র কিংবা বেকার যাই হোন- কেমন আগামী প্রত্যাশা করছেন। জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবী, যেই পেশাতেই থাকুন নিজ-নিজ অবস্থান থেকে আপনার মনের ভাবনা প্রকাশ করুন; প্রত্যাশার কথা জানান। আমরা আপনার মনের ভাবনা ছবিসহ প্রকাশ করবো দৈনিক মেঘনারপাড় পত্রিকা ও অনলাইনে। ১০০থেকে১৫০ শব্দের মধ্যে লিখে পাঠান meghnarpar@yahoo.com অথবা ফেসবুক মেসেঞ্জার/ইনবক্সে। সহযোগীতার জন্য ফোন করুন- ০১৭১৬ ৫৪৫৯৫৯ -নির্বাহী সম্পাদক

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap