বিশাল মানচিত্রের এই পৃথিবীর বুকে ছোট্ট একটি দেশ আমাদের এই বাংলাদেশ। স্বাধীনতার ৪৬ বছর পার হয়ে গেলেও দেশের অধিকাংশ মানুষ এখনও নিরক্ষর। তারা দারিদ্র সীমার নিচে অবস্থান করছেন । আমি সেই দেশেরই নাগরিক। আমার এই দেশের অধিকাংশ মানুষ এখনও শিক্ষার গুরুত্বে অবগত নয়। বিশেষ করে গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ এখনও নিরক্ষর । তারা বুঝেননা শিক্ষা মানুষের জীবনকে ও একটি দেশকে কতখানি বদলে দিতে পারে। অজ্ঞতার কারণে তারা তাদের সন্তানদেরও শিক্ষার সুযোগ করে দিচ্ছেননা।
আমি স্বপ্ন দেখি এদেশে কোনো নিরক্ষর মানুষ থাকবেনা। সবাই সচেতন হয়ে উঠবে। দেশ এগিয়ে যাবে। শিক্ষার মাধ্যমে আমার এই প্রিয় দেশ উন্নতির সর্বোচ্চ শিখরে উঠবে। আমার প্রত্যাশা নিরক্ষর মুক্ত বাংলাদেশ। আমার চাওয়া-ভালো থাকুক এই দেশ, ভালো থাকুক দেশের সব মানুষ।
লিখেছেন : মো. মেহেদী হাসান সোহান, ঢাকা মাইলস্টোন কলেজ,একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ।
নিরক্ষর মুক্ত বাংলাদেশের প্রত্যাশায়-সোহান
