কমলনগর সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের একদিন পর শাহাদাত হোসেন (৯) নামের এক শিশুর মরদেহ প্রতিবেশীর পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চর ফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে প্রতিবেশী জাহাঙ্গীরের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহাদাত চর ফলকন গ্রামের সাইফুল ইসলাম আনোয়ারের ছেলে। স্বজনরা জানান, শুক্রবার (২০ জুলাই) সকাল ১০টার শাহাদাত বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। আতœীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর নিলেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে প্রতিবেশীর পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
