নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ সরকার। সকল মানুষের সম অধিকারের পথে এগিয়ে চলছে বাংলাদেশ। বিভিন্ন সময়ে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে। এ কারণে আমাদের ভীতি রয়ে গেছে। তা পরিহার করতে হবে।শনিবার (১৪ জুলাই) দুপুরে তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জের জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বলদেব জিউর মন্দির প্রাঙ্গণে হরেকৃষ্ণ জগন্নাথ সংঘের আয়োজনে সংগঠনের সভাপতি প্রফুল্ল বনিক নান্টুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিক মাহমুদ পিন্টু, সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌরসভার মেয়র আবুল খায়ের পাটয়ারী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি রতন লাল ভৌমিক ও উপজেলা শাখার সভাপতি অপূর্ব কুমার সাহা প্রমুখ।
ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে এনেছে আ.লীগ সরকার : মৎস্যমন্ত্রী
