রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

তুরস্ক থেকে ১০ হাজার টন পেঁয়াজ আসছে

তুরস্ক থেকে ১০ হাজার টন পেঁয়াজ আসছে

দেশের ঘাটতি পূরণে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করছে এস আলম গ্রুপ। প্রাথমিকভাবে ১০ হাজার টন আমদানি করা হচ্ছে। যা শিগগিরই দেশে এসে পৌঁছবে। সরকারের হিসাব মতে, দেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা ২০ থেকে ২২ লাখ টন। আর দেশে উৎপাদন হচ্ছে ১০ থেকে ১২ লাখ টন। এ ঘাটতি থাকায় বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ছে। এস আলম গ্রুপের বাণিজ্যিক বিভাগের মহাব্যবস্থাপক আক্তার হাসান জানান, দেশের ভোগ্যপণ্যের চাহিদা মেটাতে যেভাবে কাজ করে যাচ্ছে এস আলম গ্রুপ, ঠিক সেভাবেই ক্রমবর্ধমান পেঁয়াজের বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে গ্রুপের চেয়ারম্যান পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, আমদানিকৃত পেঁয়াজের চালান দেশে এসে পৌঁছলে পেঁয়াজের বাজারমূল্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap