বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত লক্ষ্মীপুর

‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত লক্ষ্মীপুর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে সারাদেশের মত লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পঅর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে লক্ষ্মীপুরে যেন আরেক ৭ মার্চের উপলব্ধি হয়। শনিবার সকালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পঅপর্ণের করা হয়। পরে শহরের উত্তর তেমুহনী এলাকায় থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক হোমায়ারা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুস চাত্তার, জেলা সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমেদ, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার কাজল কান্তি দাস। জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা প্রমুখ। এসময় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পিরা গান পরিবেশন করেন।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap