বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

জলবায়ুর পরিবর্তনে জনগণকে সচেতন হতে হবে

জলবায়ুর পরিবর্তনে জনগণকে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের জন্য জনগণকে সচেতন হতে হবে। আমাদের একটু সচেতনতায় পারে জলবায়ুকে পরিবর্তন করতে। পরিবেশ উন্নয়নে সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অবাধে পলিথিন ব্যাগ ব্যবহার রোধ, ইটের ভাটায় বাংলা চিমনি ব্যবহার না করা, জ¦ালানী ব্যবহারে সতর্ক থাকা, পানি দূষণ রোধ ও বৃক্ষ নিধন বন্ধ করলে জলবায়ু পরিবর্তন করা সম্ভব। সম্প্রতি লক্ষ্মীপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের আয়োজনে জলবায়ু পরিবর্তন শীর্ষক যুব সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুর রশীদ চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দালাল বাজার ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল আজিজ আজম, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, কমলনগর উপজেলা সহ-সভাপতি ফখরুল ইসলাম মাহমুদ, চন্দ্রগঞ্জ থানা সভাপতি ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক সজিব হোসাইন শুভ, রায়পুর উপজেলা সহ-সভাপতি আ ন ম নোমান, সদর উপজেলার সাহিত্য পাঠচক্র সম্পাদক আকরাম এইচ বি, এটিআই সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রমুখ।

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap