নিজস্ব প্রতিবেদক :
চট্রগ্রাম মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আট কিশোরীর মধ্যে লক্ষ্মীপুরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম তুহিন আক্তার পিনু।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে সদর উপজেলার টুমচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, ৯ জানুয়ারি গভীর রাতে চট্রগ্রামের হাটহাজারী ফরহাদাবাদ এলাকার সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রানাধীন মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্র থেকে ওই কিশোরীসহ আটজন পালিয়ে যায়। কেন্দ্রের গ্রীল ভেঙ্গে তারা পালায়। গ্রেপ্তার পিনু সদর উপজেলার আবিরনগর এলাকার শাহীন আলমের মেয়ে।
লক্ষ্মীপুর মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, বিভিন্ন মামলা ও জিডিমূলে কেন্দ্রে অবস্থানরত হেফাজতিদের মধ্যে আটজন পালিয়ে গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কিশোরীকে গ্রেপ্তার করা হয়। তাকে জেলা আদালতের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে।
চট্রগ্রামের আবাসন কেন্দ্রর এক কিশোরী লক্ষ্মীপুরে গ্রেপ্তার
