নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জজ আদলতের পিপি জসিম উদ্দিন বলেন, খেলাধুলা মনকে সতেজ রাখে। তাই পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। পড়ালেখার মতো খেলাধুলাকেও প্রতিযোগীতামূলক হিসেবে বেছে নিতে হবে।
শনিবার (২০ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরআগে ফিতা কেটে ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষকরা।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর, সহকারী প্রধান শিক্ষক মুরাদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য মিজানুর রহমান রুবেল, সদস্য আনোয়ার হোসেন, মৃত্যুঞ্জয় মজুমদার, সহকারী শিক্ষক ওসমান গণি, দেলোয়ার হোসেন, নিমাই চন্দ্র নাথ ও কুলসুম আক্তার প্রমুখ।
ক্রীড়া শিক্ষক আবুল খায়েরের পরিচালনায়, ছাত্র-ছাত্রীরা দৌড়, দীর্ঘ লাপ, যেমন খুশি তেমন সাজো, বর্শা ও গোলক নিক্ষেপসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন।
খেলাধুলা মনকে সতেজ রাখে : পিপি জসিম উদ্দিন
