বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেমে লক্ষ্মীপুরে বিএনপির ৪ জন ধরা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেমে লক্ষ্মীপুরে বিএনপির ৪ জন ধরা

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি মামলায় কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীদের ঝটিকা মিছিল ধাওয়া করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় চার নেতাকর্মীরকে আটক করা হয়। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন সদর থানা পশ্চিম যুবদলের যুগ্ন-আহবায়ক শিপন পাটোয়ারী, বিএনপি কর্মী রাশেদ, নুরু ও সুমন হোসেন। মিছিল করার সময় তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদের শান্তিপূর্ন কর্মসূচীতে পুলিশ বাধা দিয়েছে। এসময় অন্যায়ভাবে আমাদের চার নেতাকর্মীকে আটক করা হয়। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করায় চারজনকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক রয়েছে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap