বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কমলনগরে ছাত্রদলের বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কমলনগরে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আন্দারঘর বাজারে এ মিছিল করা হয়। তবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর নির্দেশে মিছিলটি করা হয়েছে বলে জানান ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক শরীফ আহম্মদ, পাটওয়ারীর হাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক ইসমাইল হোসেন, তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাফর আহমেদ, লরেন্স ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওসমান গনি রিফাত, সাহেবের হাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন, চরকাদিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেদোয়ান, ছাত্রদল নেতা মো. সবুজ ও মো. শাকিল প্রমুখ। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দ্রুত খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে কারাবন্দি করা হয়েছে। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে রাজনীতি থেকে অপসারন করতে তার বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এসব মামলার প্রত্যাহারের করতে হবে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap