মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির অনশন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির অনশন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে পৃথক গণঅনশন কর্মসূচি পালন করেছে দলীয় নেতাকর্মীরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া নেতাকর্মীদের নিয়ে প্রতিকী অনশন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, পৌর যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল খালেদসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। এদিকে সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীদের নিয়ে পৃথক অনশন করেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান ছুট্টু, যুগ্ম-সম্পাদক হারুনুর রশিদ বেপারী, সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, যুবদল নেতা খালেদ মোহাম্মদ আলী কিরন ও ইব্রাহিম হোসেনসহ শতাধিক নেতাকর্মী। এসময় আন্দোলনকারীরা বলেন, মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্দি খালেদা জিয়ার জনপ্রিয়তা বেশি। জনগণ আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবেনা। তাই আগামি নির্বাচন থেকে বিএনপিকে সরিয়ে দেয়ার পায়তারা করা হচ্ছে। খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। দ্রুত তাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি যে কোন দল করতে পারবে। তবে এর নামে নাশকতা যেন না করতে পারে সেদিকে পুলিশ সতর্ক রয়েছে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap