নিজস্ব প্রতিবেদক : কালবৈশাখী ঝড়ে লক্ষ্মীপুর রামগতি থেকে বিচ্ছিন্ন দুর্গম চর আবদুল্লাহ ইউনিয়নে মসজিদ মাদ্রাসাসহ অন্তত ৩০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে ও ভেঙে পড়েছে শতাধিক গাছ। ঘর চাপায় আহত হয়েছেন একজন। সোমবার (২০ এপ্রিল) বিকালে কালবৈশাখী ঝড়ে ওই ইউনিয়নের কামাল বাজার এলাকায় এসব ক্ষতি হয়। স্থানীয়রা জানায়, চর আবদুল্লাহ ইউনিয়নে বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় আঘাত হানে; এতে মসজিদ মাদ্রাসাসহ ২৫ থেকে ৩০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ঘরের টিনের চালা বাতাসে উড়িয়ে নেয়। ভেঙে ও উপড়ে পড়ে বিভিন্ন প্রজাতির গাছ। ক্ষতি হয় ফসলের। ঝড়ে ঘর চাপায় আহত হয়েছেন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষক জামালের ছেলে সোলায়মান। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। চর আবদুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তছলীম জানান, বিছিন্ন চর আবদুল্লাহর বাসিন্দারা প্রাকৃতিক দুর্যোগে কাছে অসহায়। নদী ভাঙন কবলিত এই চরের মানুষ কালবৈশাখীর মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় চর আব্দুল্লাহ ইউনিয়নে চেয়ারম্যান মো. কামাল উদ্দিন জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, বসতঘর বিধ্বস্ত হওয়ায় অনেক পরিবার এখন দুঃখ কষ্টে আছেন।রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রিয়াদ হোসেন জানান, ঝড়ে ক্ষয় ক্ষতির খবর পেয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিকে তালিকা করতে বলা হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে।
কালবৈশাখী ঝড় : রামগতির বিচ্ছিন্ন চরে ৩০ বসতঘর বিধ্বস্ত
