মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

কলাগাছ নয়, এবার শহীদ মিনারেই ফুল দেবে শিক্ষার্থীরা

কলাগাছ নয়, এবার শহীদ মিনারেই ফুল দেবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : কলাগাছ কিংবা বাঁশের কঞ্চির তৈরি অস্থায়ী শহীদ মিনারে নয়, এবার থেকে স্থায়ী শহীদ মিনারের বেদীতে ফুল দেবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর আবদুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে ছাত্রলীগের উদ্যোগে এ শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে। সোমবার দুপুরে এর উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল। রায়পুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি লক্ষাধিক টাকা ব্যয়ে ভাষা শহীদদের স্মরণে টাইলসে তৈরি এ শহীদ মিনার নির্মাণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন- ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠান, জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছফি উল্যা খান, ইউপি চেয়ারম্যান শফিক পাঠান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, যুবলীগ নেতা মঞ্জুর হোসেন সুমন, ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশীদ বাবলু ও আবু তালের প্রমুখ। চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, শিক্ষার্থীদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে আমরা কাজ করে যাচ্ছি। ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনার নির্মাণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীসহ সর্বত্র আরও জাগ্রত করার আন্দোলন চলছে। এটি অব্যাহত থাকবে। প্রসঙ্গত, দক্ষিণ রায়পুর আবদুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় ও পাশের বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শহীদ মিনার নেই। এতে দুটি প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী প্রতি বছর কলাগাছ কিংবা বাঁশের কঞ্চির তৈরি করা শহীদ মিনারে ফুল দিতো। স্থায়ী শহীদ মিনার নির্মাণ করায় এখন থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে শিক্ষার্থীরা।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap