নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে প্রথম পর্যায়ে ২০জন নারীকে সেলাই প্রশিক্ষণ দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের সমাজ’।
শুক্রবার বিকালে চাইল্ড কেয়ার স্কুল এন্ড কলেজে ১মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে সেলাই মেশিনসহ উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি ‘আমাদের সমাজের’ প্রধান উপদেষ্টা সাজ্জাদুর রহমান, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের আজহারুল ইসলাম, সেলাই প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস ও সুইটি আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আলী আজম, নাজিম উদ্দিন, ইব্রাহিম, সহিদ হাসান, আরমান হোসেন নিখিল, মাহমুদ এঞ্জেল, শাওন, রায়হান খাঁন, সিয়াম হোসেন সিপাত, রাশেদুল ইসলাম নাঈম, রিমন হোসেন রিয়াজ, সিয়াম সোহাগ, ফজলে রাব্বি, নাইমুন রিজা, মিসকাত অবন্তী মুক্তা, মোহাম্মদ জোবায়ের, আফ্রন নিশু, নাবিল, দেলোয়ার হোসেন খোকন, আবদুর রহমান শরিফ, নয়ন শাকিল, রাহিম, নাহিদ হোসেন বিপ্লব, নুর আলাম, ফাহাদ হোসেন, মিজানুর রহমান, মিজান, রাহিম, মিলন, আজাদ, ইমরান মিশু, সোহাগ, সুমন, শুভ, জায়েদসহ অনেকেই।
‘আমাদের সমাজের’ পরিচালক সোহরাব সৌরভ বলেন, ‘আমাদের সমাজ’ স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্রতা ও বেকারত্ব দূরীকরণে বিনামূল্যে প্রশিক্ষণের চালু করেছে। প্রথম পর্যায়ে ২০ নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া বিনামূল্যে ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং, ফ্রিজ, এসি, মোটর মেকানিক। পানির মোটর, ট্যাংক, পানি সাপ্লাই পাইপ ফিটিংয় ও কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।
কমলনগরে ২০জন নারীকে সেলাই প্রশিক্ষণ দিয়েছে ‘আমাদের সমাজ’
