রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

কমলনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

কমলনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

কমলনগর সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে নারী ও শিশু উন্নয়নে ওরিয়েনটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মার্চ) সকালে উপজেলা কমপ্লেক্স ভবনের স্পন্দন হলরুমে নারী ও শিশু উন্নয়নে সতেচতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপত্বিতে; লক্ষ্মীপুর জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় কর্মশালার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. ইয়াছিন, উপকূল কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব, হাজিরহাট ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাহবুবে এলাহি সানি।বক্তব্য রাখেন কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাস্টার একেএম নুরুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম আবদুল ওয়াজেদ তালুকদার, উপজেলা পরিবার পকিকল্পনা কর্মকর্তা সৈয়দ মোজাম্মেল হোসেন, কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর আমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ।এসময় প্রধান অতিথি তার বক্তব্যে মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদেরকে বিভিন্ন ওয়াজ মাহফিল এবং শুক্রবারের জুমার খুতবায় মাঝেমধ্যে অন্যান্য বক্তব্যের সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ডসহ নানা সামাজিক সচেতনতামূলক কথাগুলো তুলে ধরার আহবান জানান।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap