by meghnarpar
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে কিশোরীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় কয়েক মাতাব্বর তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ধর্ষণ রফাদফা করবে বলে অভিযুক্তের পরিবারের কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারা। তবে টাকা নয়, ঘটনার বিচার চায় ক্ষতিগ্রস্থ কিশোরী ও তার পরিবার।
এদিকে, ঘটনার প্রধান অভিযুক্ত মো. দিদারকে (২২) সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় পাশ্ববর্তী রামগতি উপজেলার মেঘনা নদীর পাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আটক করেছে।
আটক দিদার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় ট্রাক্টর ট্রলি চালক। ক্ষতিগ্রস্ত কিশোরী নদী ভাঙ্গনের শিকার দরিদ্র পরিবারের সন্তান।
স্থানীয় সূত্র জানায়, ২৬ ডিসেম্বর ক্ষতিগ্রস্থ কিশোরী ধর্ষণের অভিযোগে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ করেন। এতে অভিযুক্ত দিদারকে ছাড়িয়ে নেওয়ায় আরও বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
অভিযোগ রয়েছে, ধর্ষণের ঘটনাকে পুঁজি করে স্থানীয় কয়েকজন মাতাব্বর নিজেদের পকেট ভারি করতে তৎপর হয়ে উঠেছে। তারা অভিযুক্তের পরিবারের কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ওই টাকার মধ্যে ক্ষতিগ্রস্থকে ৪০ হাজার টাকা নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে বলা হয়েছে। কিশোরীর পরিবার তাতে কর্ণপাত করেনি।
লিখিত অভিযোগ ও কিশোরীর ভাষ্যমতে, এক বছর আগে মোবাইল রিচার্জের দোকান থেকে কৌশলে দিদার তার (কিশোরীর) মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে। এরপর থেকে ফোনে তার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করা হয়। ভালোবাসার কথা বলে অনৈতিক প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় গত বুধবার (২০ ডিসেম্বর) রাতে ঘর থেকে বের হলে উৎপেতে থাকা দিদার তাকে মুখ চেপে ধরে। পরে তাকে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এসময় চিৎকার করলে আশপাশের লোকজন এসে দিদারকে আটক করে। স্থানীয় ইব্রাহীম খলিল ও মো. সিরাজ বিয়ের আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নেয়।
ক্ষতিগ্রস্ত কিশোরীর মামাসহ স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ঘটনাটি রফাদফা করতে কয়েক মাতাব্বর উঠেপড়ে তৎপরতা চালিয়েছেন।
ওই কিশোরী বলেন, ঘটনাটি স্থানীয় মাতাব্বরা টাকার বিনিময়ে রফাদফা করার চেষ্টা করছে। আমি টাকা না; বিচার চাই। আমাকে হুমকি দেওয়া হচ্ছে, বর্তমানে আমার পরিবারের সদস্যরা আতংকে রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, টাকার বিনিময়ে ঘটনাটি সমাধানের চেষ্টার বিষয় আমার জানা নেই। তবে অভিযোগের প্রেক্ষিতে এক তরুণকে আটক করা হয়েছে। এটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।