নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট মো. ছিদ্দিক উল্যাহ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর লরেন্স ইউনিয়নে নুর মোহাম্মদ ডাক্তার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছিদ্দিক উল্যাহ ওই ইউনিয়নের আবদুর রশিদের ছেলে।স্বজনরা জানায়, সন্ধ্যায় তিনি নিজ ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগানোর চেস্টা করেন।এসময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মাটিতে পড়ে যায়। দ্রুত তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আহসান উল্যাহ হিরন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
