মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

কমলনগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পায়নি এসএসসি পরীক্ষার্থী রাহা

কমলনগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পায়নি এসএসসি পরীক্ষার্থী রাহা

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর : আগামী ০১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা। পরীক্ষার মাত্র এক সপ্তাহ আগে বাল্যবিয়ের পিঁড়িতে বসতে হয়েছে রোম্মান আক্তার রাহাকে। বাল্যবিয়ের শিকল ভাঙতে না পেরে অবশেষে কাঁদতে-কাঁদতে শ্বশুর বাড়িতে যেতে হয়েছে ও কিশোরীকে।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও স্থানীয় চরমার্টিন ইউনিয়ন পরিষদের কার্যালয়ের পাশে ব্যাপক আয়োজনের মধ্যে রাহার বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্যরাও উপস্থিত ছিলেন। এসময় বর পক্ষসহ সাড়ে চার শত মেহমানকে আপ্যায়ন করানো হয়। বিকালে কাঁদতে কাঁদতে রাহা শ্বশুর বাড়িতে যায়। 
বাল্যবিয়ে থেকে মুক্তি না পাওয়া রাহা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও চর মার্টিন গ্রামের মো. মহসিনের মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন বলেন, বিয়ে কথা চলছে জেনেছি। আজকে শুনেছি বিয়ে হয়ে গেছে। গত কয়েকদিন ঢাকায় থাকায় বিয়ের প্রস্তুতি সম্পর্কে আমার জানা ছিলো না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌহিদুল ইসলাম, বলেন বাল্যবিয়ের খবর পেলে তাৎক্ষণিক সব আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এসএসসি পরীক্ষার্থীর বিয়ের বিষয়টি কেউ জানায়নি। খবর পেলে বাল্যবিয়ে হতে দিতাম না।
স্থানীয় চর মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, বাল্যবিয়ের কথা শুনে মেয়ের পরিবারকে বাল্যবিয়ে থেকে বিরত থাকতে বলেছি। পরে কি হয়েছে বিষয়টি জানা নেই।
স্থানীয় হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বিয়ে নয় আকিকা অনুষ্ঠানের কথা বলছে ওই পরিবার। 
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap