নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরের নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. ফেরদাউস ও মো.আরিফের পরিবারের জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদ উপহার (নগদ) টাকা পাঠিয়েছেন। শুক্রবার (১ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ও রামগতি উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবু সায়েম মো.শাহিন ওই দুই পরিবারের কাছে তারেক রহমানের দেওয়া উপহার পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো.ফখরুল ইসলাম, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন সেলিম, যুগ্ম আহ্বায়ক ডা. মো.আবু নুর সোহাগ, মো.জামাল উদ্দিন, ছাত্রদল নেতা মো. শরীফুর রহমান, মো. ইসমাঈল হোসেন ও জামাল উদ্দিন প্রমুখ। লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আবু সায়েম মো.শাহিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই দুই পরিবারের জন্য উপহার দিয়েছেন। দলের জন্য জীবন দেওয়া ওই দুই কর্মীর পরিবারের পাশে তারেক রহমানের সহায়তা সব সময় থাকবে বলে জানান তিনি।
কমলনগরে নিহত দুই কর্মীর পরিবারকে তারেক রহমানের উপহার
