নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে হাজী আছলাম চৌকিদার সমাজের তরুণদের উদ্যেগে সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতারের আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ মে) ইফতার আয়োজন করা হয়। এসময় এলাকার সমস্যা সম্ভাবনা ও সমাজের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দীন। কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানীর এজিএম জামাল হোসেন। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, আরমান, আলি আজম, জামাল উদ্দিন আবগানী, আবদুল্লাহ আল সহেল, নুর উদ্দিন রুবেল, আরমান, আহাম্মেদ হোসেন, আরমান হোসেন নিখিল, নাজিম উদ্দিন, সহিদ হাসান ও আবদুল মোমেন রতন প্রমুখ । অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এম জোবায়ের হোসাইন ৷
কমলনগরে তরুণদের উদ্যোগে ইফতার আয়োজন
