নিজস্ব প্রতিবেদক
কমলনগর : লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে কেক কেটে ও বর্ণাঢ্য র্যালির মধ্যদিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগ আনন্দ র্যালি বের করে। র্যালি হাজিরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে নেতাকর্মীরা কেক কাটে।
আনন্দে র্যালিতে উপস্থিত ছিলেন তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফয়সল আহমেদ রতন, যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজ, সাবেক ছাত্রনেতা ওমর ফারুক সাগর, কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রলীগে নেতা দিদার হোসেন, রকি, মনির, রাকিব, রায়হান, রাজু ও সোহেলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
কমলনগরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
