মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

কমলনগরে ইজিবাইক উল্টে জেএসডি নেতার স্ত্রীর নিহত

কমলনগরে ইজিবাইক উল্টে জেএসডি নেতার স্ত্রীর নিহত

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে ইজিবাইক উল্টে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) চর কাদিরা ইউনিয়ন সভাপতি বাহার উদ্দিন মিয়ার স্ত্রী বিবি রহিমা (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফজুমিয়ারহাট-চকবাজার সড়কের বেঁড়ির মাথা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিবি রহিমা ফজুমিয়ারহাট থেকে ইজিবাইকে চক বাজার এলাকায় আতœীয়র বাড়ি যাচ্ছিলেন। পথে চক বাজার রাস্তার মাথায় বেড়ি থেকে ইজিবাইকটি নামতে গেলে ৬জন যাত্রী নিয়ে উল্টে পড়ে। এসময় তিন জন যাত্রী আহত হন। গুরুতর আহত বিবি রহিমাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, দুর্ঘটনায় আহত বিবি রহিমাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap