নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগরে আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মাদ্রাসা মাঠে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
সাবেক ইউপি ভাইস চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠতা সভাপতি এনটিভি’র বার্তা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুস শহিদের সঞ্চালনায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন।
মাহফিলে ওয়াজ করেন- আলহাজ্ব হযরত মাওলানা আবদুর রাজ্জাক, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন আল ফারুকী, হযরত মাওলানা মুফতি সফিকুল ইসলাম, মাওলানা ইয়াছীন ফয়েজ আল-ওসমানী ও মাওলানা মোহাম্মদ মোহসিন।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, এই এতিমখানা নদীভাঙ্গা অসহায় দরিদ্র ও বাবা-মা হারা শিশুদের আশ্রয়স্থল। এসব কোমলমতি শিশুরা কোরআন ও দীনি শিক্ষা গ্রহণ করে সমাজকে আলোকিত করবে। আমি এসব এতিমদের পাশে থাকবো এবং এতিমখানার কল্যাণে কাজ করে যাবো। এসময় তিনি এই এতিমখানায় ১ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
প্রসঙ্গত, এনটিভি’র বার্তা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক আবদুস শহিদ তার মা-বাবার নামে তোরাবগঞ্জ এলাকায় আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করেন।
কমলনগরে আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ
