নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরের করোনার এমন পরিস্থিতিতে অসহায় কর্মহীন ও দরিদ্রদের অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতা । লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান ব্যক্তিগত উদ্যোগে নগদ টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ান। শুক্রবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত কালকিনি ইউনিয়ন, চর লরেন্স ইউনিয়ন, চর কাদিরা ইউনিয়নে এই অর্থ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এ অর্থ বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ হাওলাদার, বিএনপি নেতা মাস্টার আবুল কাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইউছুফ পাটওয়ারী, যুগ্ম-আহবায়ক গোলাম মাওলা রণি, আবদুর রাজ্জাক তালুকদার, আবু ছায়েদ দোলন, উপজেলা জাসাসের সদস্য সচিব মো. বাবুল, ফলকন উইনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, উপজেলা ছাত্রদলের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে রামগতি-কমলনগরের সাবেক এমপি আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজানের পক্ষে থেকে অসহায়, কর্মহীন দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ চলছে। উপজেলার ৯টি ইউনিয়নে ১১শ’ পরিবারের মাঝে নগদ টাকা দেওয়া হবে।
কমলনগরে অসহায়দের মাঝে বিএনপি’র সাবেক এমপির অর্থ সহায়তা
