নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু করোনা যোদ্ধা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কোভিড ১৯ আক্রান্ত ডা. নাছিরুজ্জামানের জন্য উপহার পাঠিয়েছেন।বহস্পতিবার (৭ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন লক্ষ্মীপুরে চিকিৎসকের বাসায় উপহার পৌঁছান। এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন সেলিম, যুগ্ম আহ্বায়ক ডা. আবু নুর সোহাগ, রামগতি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, ছাত্র নেতা জাফর, আক্তার, রিদওয়ান, রিপাত ও ফজলুর রহমান। লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ও রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু করোনা আক্রান্ত চিকিৎসকের জন্য উপহার পাঠিয়েছেন। দলের নেতাকর্মীরা মিলে পৌঁছে দিয়েছি। আক্রান্ত অন্যান্যদের জন্যও উপহার পাঠাবেন তিনি। প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাছিরুজ্জামানের করোনা শনাক্ত হয়। তার কোনো করোনা উপসর্গ না থাকায় তিনি বাড়িতে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
কমলনগরের করোনা আক্রান্ত চিকিৎসকের জন্য শফিউল বারী বাবুর উপহার
