সাজ্জাদুর রহমান : চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারো পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ। এশিয়া, আফ্রিকা, উত্তর ও মধ্য আমেরিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা এ ৫টি অঞ্চলে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের খেলা। এতে উত্তীর্ণ হয় মোট ৩২ দল। তাদের মধ্যে এশিয়া অঞ্চলের পাঁচটি দল নির্ধারিত হয়েছে।যেখানে এশিয়া থেকে রয়েছে চারটি দল ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান ও সৌদি আরব। অন্য দল অস্ট্রেলিয়া এশিয়া অঞ্চলের বাইরে থেকে এসেছে।ইরান পঞ্চমবারের মতো ফিফার বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। এটি দক্ষিণ-পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। এশিয়ার অন্যতম ফুটবল ঐতিহ্যের দেশ ইরান। এশিয়ার সমৃদ্ধ ঐতিহ্যের দেশটিতে ফুটবলের ইতিহাসও বেশ পুরনো ও বর্ণিল।সর্বপ্রথম ১৯৭৮ সালে বিশ্বকাপে খেলার সুযোগ পায় দলটি। এরপর ১৯৯৮, ২০০৬, ২০১৪ বিশ্বকাপ খেলে তারা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও খেলবে ইরান। প্রথমবারের মতো বিশ্ব আসরে টানা দ্বিতীয় বার খেলছে দলটি। বি গ্রুপে ইরান ১৫ জুন, শুক্রবার রাত ৯টায় লড়বে মরক্কোর সঙ্গে। ২০ জুন বুধবার রাত ১২টায় ইরান-স্পেন। ২৫ জুন, সোমবার রাত ১২টায় পর্তুগালের গ্রুপের শেষ ম্যাচ খেলবে।সৌদি আরব সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাজ্য। আয়তনেরদিক দিয়ে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ। এবারের ফিফা বিশ্বকাপ মঞ্চে সৌদি আরবের পঞ্চম অংশগ্রহণ। ১৯৯৪ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করে আরব দেশটি। এরপর ১৯৯৮, ২০০২ এবং ২০০৬ সালে টানা তিনটি আসরেও অংশ নেয় সৌদি আরব। দুই বিশ্বকাপ বিরতির পর আবারও বিশ্বকাপ মঞ্চে দলটি। এ গ্রুপে দেশটি উদ্বোধনী ম্যাচে লড়বে ১৪ জুন, বৃহস্পতিবার রাত ৯টায় স্বাগতিক দেশ রাশিয়ার বিপক্ষে, ২০ জুন, বুধবার রাত ৯টায় উরুগুয়ে ও ২৫ জুন সোমবার রাত ৮টায় মিশরের সঙ্গে।দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া উত্তর-পূর্ব এশিয়ার একটি দেশ যা কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশটি নিয়ে গঠিত। ফুটবলে এশিয়ার অন্যতম সেরা দল দক্ষিণ কোরিয়া। সর্বপ্রথম ১৯৫৪ সালে বিশ্বকাপ খেলে দক্ষিণ কোরিয়া। এরপর ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে একটানা খেলেছে দলটি। চলতি ২০১৮ রাশিয়া বিশ্বকাপ আসরেও লড়বে। এফ গ্রুপে ১৮ জুন, সোমবার সন্ধ্যা ৬টায় সুইডেনের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে, ২৩ জুন, শনিবার রাত ১২টায় দক্ষিণ কোরিয়া-মেক্সিকো। ২৭ জুন, বুধবার রাত ৮টায় খেলা হবে জার্মানির বিপক্ষে।জাপান এশিয়া অঞ্চলের ফুটবল পরাশক্তি দল গুলোর মধ্যে অন্যতম জাপান। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ দিয়ে ষষ্ঠ বারের মতো ফিফার বিশ্বকাপ মঞ্চ মাতাবে দলটি। এর আগে ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০ ও ২০১৪বিশ্বকাপে টানা খেলেছে দেশটি। এইচ গ্রুপে এবারের আসরে ১৯ জুন মঙ্গলবার রাত ৯টায় কলম্বিয়া, ২৪ জুন রোববার রাত ৯টা সেনেগাল ও ২৮ জুন, বৃহস্পতিবার রাত ৮টায় জাপান খেলবে পোল্যান্ডের সঙ্গে।রাশিয়া বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলো মধ্যে এশিয়া অঞ্চলের দেশ ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদিআরব, অস্ট্রেলিয়া। আফ্রিকা অঞ্চলের নাইজেরিয়া, মিসর, সেনেগাল, তিউনিশিয়া, মরক্কো। উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের মেক্সিকো, কোস্টারিকা, পানামা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু। ইউরোপের রাশিয়া, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, সার্বিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, সুইডেন ও ডেনমার্ক।
এশিয়ার চার দেশ বিশ্বকাপে লড়বে যাদের সঙ্গে
