মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

আ.লীগের ঘোষণা : লক্ষ্মীপুরে নৈরাজ্য করলেই পিটুনি

আ.লীগের ঘোষণা : লক্ষ্মীপুরে নৈরাজ্য করলেই পিটুনি

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ-সমাবেশ করেছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, মহি উদ্দিন বকুল, রাসেল মাহমুদ মান্না, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা ছাএলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস ও জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। পরে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় বক্তারা বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নৈরাজ্যের পাঁয়তারা করছে। তাদের যে কোন নৈরাজ্যে প্রশাসনকে সঙ্গে নিয়ে দলীয় নেতাকর্মীরা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে দলের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে পাহারা বসাবে। আন্দোলনের নামে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করে নৈরাজ্য সৃষ্টি করা হলে পিটুনি দেওয়া হবে বলে বক্তব্যে হুশিয়ারী দেন আওয়ামী লীগ নেতারা।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap