বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

আমি লক্ষ্মীপুরবাসীর সেবা করতে এসেছি : ডিসি অঞ্জন চন্দ্র পাল

আমি লক্ষ্মীপুরবাসীর সেবা করতে এসেছি : ডিসি অঞ্জন চন্দ্র পাল

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল বলেছেন, আমি লক্ষ্মীপুরবাসীর সেবা করতে এসেছি। আমি সত্য ও ন্যায় লালন করি এবং পছন্দ করি। কাউকে কোন ধরণের অনিয়ম ও দূর্নীতি করার সুযোগ দেওয়া হবে না। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।   এসময় জেলার সকল উন্নয়নমূলক কাজকে গতিশীল করার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগীতা চেয়েছেন ডিসি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ জেলার কর্মরত সাংবাদিকরা।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap