বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

আমার দল বাঁচলে আমি বাঁচবো : লক্ষ্মীপুরে যুবলীগ সভাপতি টিপু

আমার দল বাঁচলে আমি বাঁচবো : লক্ষ্মীপুরে যুবলীগ সভাপতি টিপু

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়। দলের স্বার্থ বড় স্বার্থ। আমার দল বাঁচলে আমি বাঁচবো। দলের কোন ব্যক্তি মাদক বা কোন খারাপ কাজের সাথে জড়িত থাকলে তাকে বহিস্কার করা লাগবে না, সে নিজ থেকেই তার পদ থেকে সরে দাঁড়াবে। তার কোন কার্যকারিতাও থাকবে না। দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যুবলীগের নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে, যদি টাকার প্রয়োজন হয়, সংসারে অভাব অনটন হয় সেটা আমাকে বলবেন আমি সহযোগীতা করবো। চাঁদাবাজী কিংবা মাদক ব্যবসার সাথে কোন যুবলীগ-ছাত্রলীগ জড়িত থাকে তার রক্ষা লক্ষ্মীপুর জেলার মাটিতে হবে না। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিপু আরো বলেন, জেলা আওয়ামী লীগের নেতারা কোন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দল করার সুযোগ দিবে না। আমরাও তাদেরকে সহযোগীতা করবো। আমরা ভালোবাসবো ত্যাগী নেতাকর্মীদের। আমরা নির্যাতিতা লোককে ভালোবাসবো। সে ভালোবাসার সুযোগ নিয়ে আপনি সন্ত্রাসী ও চাঁদাবাজী করবেন সে সুযোগ আমরা লক্ষ্মীপুরে হতে দেবো না। লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহবায়ক তফসীর আহম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আকতার হোসেন সাগরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক উল্লাহ পাটওয়ারী, সহ-সভাপতি রাসেল খাঁন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা পূর্ব যুবলীগের আহবায়ক আহম্মেদ শরীফ, যুগ্ম-আহবায়ক শাহরিয়ার রাশেদ, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সোহাগ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. নুর উদ্দিন, মাহমুদুল হাছান আব্বাছ ও ছাত্রলীগের আহবায়ক আমিনুল ইসলাম রুবেল প্রমুখ।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap