শুক্রবার, ২৪ মার্চ ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

অসময়ে বৃষ্টি : লক্ষ্মীপুরের কৃষকরা চিন্তিত

অসময়ে বৃষ্টি : লক্ষ্মীপুরের কৃষকরা চিন্তিত

লক্ষ্মীপুর : বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে শনি ও রোববার লক্ষ্মীপুরসহ দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এ অবস্থায় লক্ষ্মীপুর ও আশপাশের অঞ্চলের মানুষ চিন্তিত রয়েছেন। শুক্রবার দুপুরের পর থেকে উপকূলজুড়ে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকায় উঠতি পাকা-আধাপাকা আমন ধানের ক্ষতির আশঙ্কা্ করছেন কৃষকরা। অসময়ে বৃষ্টিতে হাজার হাজার একর জমির কৃষি নিয়ে শঙ্কায় কৃষকরা। ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন আমন ধান ও বিভিন্ন প্রাকারের শাক-সবজি ঘরে তোলার সময়। গত দুই ধরে বৃষ্টি। এমন পরিস্থিতিতে  ফসল নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়তে পারেন তারা । আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী নিম্নচাপের ফলে যদি ঝড়ো বৃষ্টি বা বাতাস হয় তাহলে আমন ধানের যে ক্ষতি তা পুষিয়ে নেয়া কৃষকদের পক্ষে সম্ভব হবে না। কৃষক সুলতান হাওলাদার বলেন, জমির ধান এখন পাকা শুরু করেছে। ধান গাছের মাথা এখন ভারি হয়ে গেছে। একটু বাতাস হলেই জমিতে শুয়ে পড়বে। আর তা হলে আমন ধানের মারাত্মক ক্ষতি হবে।  
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap